এতিমখানায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ সামগ্রী প্রদান

নগরীর পশ্চিম বাকলিয়াস্হ মদিনা মসজিদ সংলগ্ন মদিনা হেফাজখানা ও কাদেরীয়া চিশতিয়া তাহেরিয়া এতিমখানার ছাত্রদের মাঝে কারিগরি সহায়তা প্রদানকরার লক্ষে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের পক্ষে ইউনিটের কায্যনির্বাহি সদস্য মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। সামগ্রী প্রদান কালীন বক্তব্যে তিনি, সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদারকে ধন্যবাদ জানান মাদরাসার ছাত্রদেরকে আরবি শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগ একটি মহৎ প্রয়াস এই সময় উপস্থিত ছিলেন মদিনা মসজিদের ইমাম মওলানা মাসউদূল হক জাহাঙ্গীর, হেফজখানার শিক্ষক হাফেজ মাহমুদুল করিম, খানকাহ এ কাদেরিয়া চিশতিয়ার তত্ত্বাবধায়ক হাফিজ মওলানা আরমানুল আলম।

0Shares

নিউজ খুজুন