একতা বন্ধু মাহফিল কমিটির মিলাদুন্নবী ১৬ ডিসেম্বর

একতা বন্ধু মাহফিল কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২১ দক্ষিণ কুয়াইশ, কাপ্তাই রোড সংলগ্ন, ধোপপুল এলাকায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন, মাওলানা মুহাম্মদ জমির উদ্দীন নেছারী। প্রধান অতিথি থাকবেন, শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী। প্রধান বক্তা, মাওলানা মুহাম্মদ গাজী সোলাইমান আল কাদেরী। বিশেষ বক্তা মাওলানা মাহ্মুদুল হক আল কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আশরাফী, মাওলানা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান আল কাদেরী। সম্মানিত অতিথির মধ্যে উপস্থিত থাকবেন, মোঃ সোহারাওয়ার্দী (সরওয়ার)। সঞ্চালনা করবেন, মুহাম্মদ মামুনুর রশিদ। একতা বন্ধু মাহফিল কমিটির সভাপতি মোঃ এসকান্দার, সিনিয়র সহ সভাপতি মোঃ আল আমিন, সহ সভাপতি মোঃ আল মামুন, সাধারণ সম্পাদক কাশেম আহমেদ সহ সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে মাহফিলে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। প্রসে বজ্ঞিপ্তি

0Shares

নিউজ খুজুন