একতা বন্ধু মাহফিল কমিটির মিলাদুন্নবী অনুষ্ঠিত

একতা বন্ধু মাহফিল কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর দক্ষিণ কুয়াইশ, কাপ্তাই রোড সংলগ্ন, ধোপপুল এলাকায় ১০তম মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, মাওলানা মুহাম্মদ জমির উদ্দীন নেছারী। প্রধান অতিথি ছিলেন, দরবারে গাউসুল আজম জিলানী (রা:) বাগদাদ শরীফ, ইরাক এর খলিফা ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর কো-চেয়ারম্যান শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খতিব মাওলানা মুহাম্মদ গাজী সোলাইমান আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন, কাদেরীয়া মজিদীয়া (নতুন) জামে মসজিদের খতিব মাওলানা মাহ্মুদুল হক আল কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক আশরাফী। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান আল কাদেরী। সঞ্চালক মুহাম্মদ মামুনুর রশিদ। আরো উপস্থিত ছিলেন, মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সোহারাওয়ার্দী (সরওয়ার)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একতা বন্ধু মাহফিল কমিটির সভাপতি মোঃ এসকান্দার, মোঃ আল আমিন, সহ সভাপতি মোঃ আল মামুন, কাশেম আহমেদ। এছাড়া স্থানীয় গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানবকল্যাণে নিয়োজিত থেকে নিবেদিত প্রাণ হয়ে নিজেকে উজাড় করে দেওয়াই নবী রাসুলের আদর্শ। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের সুন্দরের কথা বলে। তাই যুগে যুগে নবী রাসূলগণ ইসলামের কল্যানে নিজেদেরকে আত্মত্যাগ করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0Shares

নিউজ খুজুন