একই সাথে তিন ছেলে সন্তান প্রসব লোহাগাড়ায়

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে মহিলা ও গাইনী রোগের চিকিৎসক ডাঃ তাহমিনা সোলতানা ডেজী’র চিকিৎসা সেবা ও সার্বিক তত্ত্বাবধানে সিজার ছাড়াই একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন লাকী আক্তার (২৪) নামে এক প্রসূতি।

৬ নভেম্বর ভোর আনুমানিক ৫ টায় এ তিন নবজাতক পুত্র সন্তান নরমাল ডেলিভারিতে জন্ম লাভ করে। প্রসূতি লাকী আক্তার পার্বত্য জেলা বান্দরবানের আজিজনগর এলাকার নাজিম উদ্দীনের স্ত্রী। বর্তমানে নবজাতক তিন পুত্র সন্তানই সুস্থ আছে। মা লাকী আক্তার জানান, আর্থিকভাবে তাঁরা খুবই দূর্বল। এহেন পরিস্থিতিতে আল্লাহ রহমত ও চিকিৎসক ডেজী’র আন্তরিক প্রচেষ্টায় আমার নরমাল ডেলিভারিতে আমি খুবই আনন্দিত।

0Shares

নিউজ খুজুন