নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তারই অংশ হিসেবে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাসের হার কমেছে এ বছর। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ।
বোর্র্ডেও আওতায় ২৮১টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেন এদের মধ্যে কৃর্তকার্য হয়েছে ৫৩ হাজার ৫৬০ জন। পাঁচটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থীর মধ্যে কেউ পাস করতে পারেননি।
ফলাফলে দেখা যায় ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। এই বিষয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ।
পাঠক সংখ্যাঃ ৫১
0Shares