নিউজ চাটগাঁ ডেক্স : হযরত শাহসুফি ছৈয়দ আহমদুল হক খলিল ভান্ডারী খানকা ও খাজা গরীবে নেওয়াজ আস্তানা শরীফের উদ্যোগে সম্প্রতি আকবরশাহ থানাধীন জানারখীল খাজা গরীব নেওয়াজ খানকা প্রাঙ্গনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ( দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশানে নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে ছদারত করেন পটিয়া উপজেলাধীন খলিল ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরীকত হযরত শাহসুফি ছৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন শাহ খলিল ভান্ডারী (মঃ জিঃ আঃ)। প্রধান অতিথি ছিলেন ৯ নং আকবরশাহ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম।
সভায় বক্তারা বলেন, প্রিয় নবী ( দঃ) এর আগমন বিশ্ব জাহানের রহমত স্বরূপ। যার সৃষ্টিতে দুনিয়া ও সৃষ্টি জগৎ খুশি উদযাপন করে তা উদযাপন করা সকল মুমিনের জন্য পালন করা অপরিহার্য।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জানারখীল হযরত আলী জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ শাহাদাত হোসেন মাইজভান্ডারি, স ম জিয়াউর রহমান, তরুণ আলোচক মাওলানা শাহ পরাণ রেজা আবেদী। হাফেজ মাওলানা মুহাম্মদ মুরশেদুল আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জিয়াউদ্দিন আহমেদ ফরহাদ, হানিফুল ইসলাম চৌধুরী, আবুল হাশেম শাহ, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ সুজন আহমদ। মিলাদ মাহফিল শেষে মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাতের পর তবারুক বিতরণ করা হয়।