ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

নতুন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। ৩০ অক্টোবর ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরতি এই সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।

ইসি আগের তালিকায় সংশোধন এনে নতুন তালিকা প্রকাশ করল। এতে ১১৯টি প্রতীকের মদ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য ৫৩টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

আর বাকিগুলোর মধ্যে কিছু পাবে এনসিপিসহ নতুন নিবন্ধন পাওয়া দল। বাকিগুলো সংরক্ষিত থাকবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

0Shares

নিউজ খুজুন