ইসলামী মূল্যবোধে দেশকে উজ্জীবিত করতে ওলামায়ে কেরামদের ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওলামা বিভাগ চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি, চট্টগ্রাম-৯ আসন পরিচালক ফয়সল মোহাম্মদ ইউনুস ও চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই জাতীয় সনদ শুক্রবার স্বাক্ষরিত হয়েছে। এটির আইনী ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠানের ব্যবস্হা করা জরুরি। ঐক্য প্রতিষ্ঠায় উলামায়ে কেরামগণ বেশি ভূমিকা রাখতে পারবেন। শহিদ অধ্যাপক গোলাম আজম, শহিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, শহিদ মতিউর রহমান নিজামী ইসলামের ঐক্য প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে গেছেন। এই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। দ্বীনের পরিপূর্ণ প্রতিচ্ছবি হিসেবে উলামায়ে কেরামদের সমাজে পেশ করা উচিত। দেশের সব শ্রেণির মানুষ ও আন্তর্জাতিক পরিমন্ডলে এখন ধারণা তৈরি হয়েছে যে,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সৎ-যোগ্য লোকের পার্লামেন্ট অপরিহার্য । আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে উলামায়ে কেরামদের ভূমিকা পালন করতে হবে। এখন থেকে আদর্শিক নেতৃত্বের ক্ষেত্র প্রস্তুত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম দ্বীনকে বিজয়ী করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মামুনুর রশিদ নুরী, হাফেজ মাওলানা আবু তৈয়ব, মুহাদ্দিস আহমদুর রহমান নদভী, মাওলানা সলিমুল্লাহ হাবিবী, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মো. ফরিদ উদ্দিন, আমির আমির হোসাইন প্রমুখ। সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ইলিয়াস আজম। সঞ্চালনা করেন মাওলানা মোহসেন আল হোসাইনী ও মাওলানা মুহাম্মদ ফেরদৌস। কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ।