ইশরাক হোসেনের শপথে বাধা নেই; রিট খারিজ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষযে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল। ফলে আর কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার পক্ষে শুনানি করা আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।মেয়র হিসেবে শপথ পড়াতে গড়িমসি করলে তা হবে আদালত অবমাননা।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা রিটটি ‘নট মেইনটেইনঅ্যাবল’ বলে পর্যবেক্ষণসহ আজ খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। অন্যদিকে কোর্ট অফিসার হিসেবে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া আদালতে ইশরাক হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

0Shares

নিউজ খুজুন