পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ‘হায়ার এডুকেশন ফর প্রফেশনালস’ শীর্ষক সেমিনার। চাকুরিজীবীদের জন্য বিশেষায়িত ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উচ্চ শিক্ষায় আগ্রহী বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
ক্রমবর্ধমান চাকরির বাজারে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা কে বিবেচনা করে ইডিইউ অফার করছে দু’টি বিশেষ স্নাতকোত্তর প্রোগ্রাম- ‘মাস্টার ফর পাবলিকপলিসি এন্ড লিডারশিপ (এমপিপিএল)’ এবং‘এমএসসি ইন ডেটা এনালিটিক্স অ্যান্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস।
প্রোগ্রাম দু’টির তাৎপর্য উল্লেখ করে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন “বর্তমান চাকরির ক্ষেত্র বেশ প্রতিযোগিতামূলক, যেখানে বিবিধ স্কিলস এর প্রয়োজনীয়তা বাড়ছে। ইডিইউর বিশেষ এই দুইটি প্রোগ্রাম শিক্ষার্থীদের নানা আঙ্গিকে তাদের কর্মক্ষেত্রে দক্ষতা, অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুণাবলি বৃদ্ধি করতে সহায়ক হবে। শিক্ষার্থীদের সুবিধার্তে এই দু’টি প্রোগ্রাম এ আছে ব্লেন্ডেড লার্নিং এর ব্যাবস্থা।