আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

সাম্প্রতিক ভারী বর্ষণ চলমান থাকায় আজ ১ জুন রোববার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম মহানগরীর আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ ১নং ঝিল পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আশ্রয় কেন্দ্রে উপস্থিত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং সার্বিক বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় ১৫০ জনের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক।।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি-উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) একেএম গোলাম মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, মহানগরের এসি ল্যান্ডবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

0Shares

নিউজ খুজুন