দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৩ খ্রি. ১১ ও ১২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ, ৩ ও ৪ রজব ১৪৪৪ হিজরি বুধবার ও বৃহস্পতিবার সাবেক মেয়র আলহাজ¦ এম মনজুর আলমের পিতা আলহাজ¦ আবদুল হাকিম মাইজভা-ারী (রা.) এর ২৭ তম ওরশ শরীফ সিটি গেইট আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় মাঠে এবং আলহাজ¦ আবদুল হাকিম মাইজভা-ারী (রা.) মাজার প্রাঙ্গণে বাদ ফজর হতে খতমে কোরআন, মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (স.) খতমে গাউসিয়া, ওয়াজ মাহফিল, আলোচনা সভা, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ কর্মসূচি পালিত হবে। ওরশ শরীফের কর্মসূচিতে আওলাদে রাছুল, আওলাদে গাউছুল আজম দস্তগীর হযরত আল্লামা শাহসুফী শেখ সৈয়দ আফিফ উদ্দীন জিলানী আল বাগদাদী (ম:জি:আ:) তছরিফ আনবেন। উক্ত কর্মসূচি সফল বাস্তবায়নে ২১ জানুয়ারি ২০২৩ খ্রি. সন্ধ্যায় উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজ মিলনায়তনে সর্বস্তরের প্রতিনিধি ও ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির সাথে মতবিনিময় করেন এন্তেজামিয়া কমিটি। ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম তাঁর পিতা আলহাজ¦ আবদুল হাকিম মাইজভা-ারী (র.) এর ওরশ শরীফ সর্বজনীনিভাবে উদ্্যাপনের আহ্বান জানান। মতবিনিময় সভায় এন্তেজামিয়া কমিটির সদস্য আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, নুরুল আলম ভুট্টু, মুরাদ হাসান, জানে আলম, বিকাশ মজুমদার, মুখতাদের আজাদ খান সহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।