আরও ২ উপদেষ্টার দপ্তর বন্টন

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে শপথ নিয়েছেন আরও দুই উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে বিকেলে দফতর বণ্টন হয়।

রোববার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

0Shares

নিউজ খুজুন