আমিরাবাদে ধর্মীয় মর্যাদায় শ্যামা পূজা অনুষ্ঠিত

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা বা কালী পূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। কালী দেবী দূর্গার একটি শক্তি। তাই অশুভ শক্তি বিনাশে কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে এ’দেবীর অগমনে উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ-উল্লাস সৃষ্টি হয়। পূজার সময় সন্ধ্যায় দীপাবলী উৎসবে বাড়িতে ও শ্মাশানে প্রদীপ প্রজ্জ্বলন করে তাঁদের স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনকে স্মরণ করতে দেখা গেছে। সারাদিন উপবাসের পর রাত্রে শুরু হয় দেবীর পূজা-অর্চনা। ৩১ অক্টোবর উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শনকালে দেখা গেছে, আমিরাবাদ ইউনিনের উত্তর সুখছড়ি এলাকার ঠাকুরাণী বাড়ি সংলগ্ন বটতলায় সার্বজনীন মহাশ্মাশান কমিটির উদ্যোগে সাড়ম্বর পরিবেশে অসংখ্য ভক্তদের উপস্থিতিতে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজোৎসবে ছিল সমবেত প্রার্থণা, ঢাক-ঢোলের সুরের যঙ্কারের মাধ্যমে কালী দেবীর আরতি, দেবীর পূজা ও পুষ্পঞ্জলি প্রদান প্রভৃতি। পরে অনুষ্ঠিত হয় এক মহতী ধর্মসভা। সভায় সভাপতিত্ব করেন সুনীল কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাস্টার মোবারক আলী। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক এম.এম.আহমদ মনির। উদ্বোধক ছিলের বাবু মনীন্দ্র লাল ধর। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক ম্যানেজার প্রিয়তোষ দাশ, এডভোকেট কেশব কুমার আচার্য্য, বাদল দাশ, লোহাগাড়া পূজা উদযাপন কমিটির মহিলা সম্পাদিকা পান্নাশ্রী আচার্য্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন ধর সানু ও সাধারণ সম্পাদক পলাশ ধর, সুদীপ্ত মজুমদার, রতন ধর, প্রান্ত দাশ, রানা ধর, মিশু ধর, জীতেন ধর, কৃঞ্চ ধর, প্রনয় দাশ, ঈশান ধর, বিধান ধর, ঝন্টু ধর, রিকি ধর, বাণী ধর, প্রাবন্তী ধর, তুসি ধর, রুমা ধর, জয়া ধর প্রমুখ।

0Shares

নিউজ খুজুন