লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্থ তজুমুন্সির গ্যারেজ এলাকা থেকে একই রাতে ২ জনের ২টি মোটর সাইকেল, মোবাইল সেট ও স্বর্ণালংকার চুরি করেছে চোরেরা। গত ১ সেপ্টেম্বর দিবাগত রাত ২ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে এলাকার আবদুল কাদের ও মোঃ আবু তালেব রুবেল’র মোটর সাইকেল ২টি চুরি করে নিয়ে যায়। চোরেরা আবদুল কাদের’র বাড়ি থেকে মোটর সাইকেল ছাড়া ও ২টি মূল্যবান মোবাইল সেট ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে মোটর সাইকেলের মালিক আবদুল কাদের জানিয়েছেন। উক্ত চুরির বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল কাদের ও স্থানীয় বিএনপি নেতা সাহাব উদ্দীন।ঘটনার বিবরণে জানা গেছে, নিত্য দিনের মতো মোটর সাইকেল ২ টি’র মালিকেরা তাঁদের মোটর সাইকেলগুলো বাড়ির সংরক্ষিত জায়গায় রেখে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। চোরেরা প্রথমেই ২ টা থেকে ৩টার মধ্যে আবদুল কাদের’র বাড়ির ছাদের সিঁড়ি ঘরের টিন কেটে কৌশলে ভেতরে প্রবেশ করে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে মোটর সাইকেল এবং বাড়ির ভেতরে আলমারিতে রাখা স্বর্ণালংকার ও ব্যবহৃত ২টি মূল্যবান মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরে ৩ টা থেকে ৪ টার মধ্যে পার্শ্ববর্তী পাড়ার আবু তালেব রুবেল’র বাড়িতে একই কায়দায় হানা দিয়ে বাড়ির ভেতর সংরক্ষিত স্থান থেকে চোরেরা মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ’ছাড়া পাড়ার বিএনপি নেতা সাহাব উদ্দীন জানান, গত ১৬ আগস্ট দিবাগত রাতে তাঁর বাড়িটিও চুরি হয়েছিল। চোরেরা নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে তিনি উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম’র সহিত মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, উক্ত চুরির ঘটনা সম্পর্কে কেউ এ পর্যন্ত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ হলে তিনি আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।