আমার গাড়ী নিরাপদ ডাটাবেজের মাধ্যমে হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : গত ১৬ জুলাই শিবনাথ দাশ প্রান্ত (১৮) পিতা- অলোকেশ দাশ রাজু, সাং-লালখান বাজার, বাগঘোনা, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম সে একজন ছাত্র। সিএনজি চালিত মোটরযান নিয়ে ব্যাটারী গলিস্থ আত্মীয়ের বাসার সামনে নেমে ভাড়া দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর তার মনে পড়ে, তার সাথে থাকা শখের ল্যাপটপ সহ ব্যাগ এবং ব্যাগে থাকা এটিএম কার্ড, নগদ ৫,২০০/- টাকা সিএনজিতে ফেলে এসেছে। একপর্যায়ে সে বিষয়টি তার বোনের সাথে আলাপ করলে তার বোন সহ ততক্ষনাত কোতোয়ালী থানার অফিসার ইনচার্জকে জানান, অফিসার ইনচাজ্রে নির্দেশে কোতোয়ালী থানার এসআই/মোঃ মোমিনুল হাসান, এএসআই/অনুপ কুমার বিশ্বাস ঘটনাস্থল ও আশপাশ এলাকার আইজ অব সিএমপি এর অধীনে থাকা একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি সনাক্ত করে। ইতিমধ্যে পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তাও ল্যাপটপটি উদ্ধারে বিষয়ে অফিসার ইনচাজের সাথে আলোচনা করেন। পরবর্তীতে পুলিশ কমিশনারের উদ্ভাবন ‘আইস অব সিএমপি’ এর সিসিটিভি ক্যামেরা ও “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহপূর্বক শিবনাথ দাশ প্রান্ত এর সিএনজিতে ফেলে যাওয়া ল্যাপটপ, ল্যাপটপ ব্যাগ, এটিএম কার্ড ও নগদ টাকা আধা ঘন্টার মধ্যে উদ্ধার করে শিবনাথ দাশ প্রান্তকে হস্তান্তর করা হয়।
হারানো ল্যাপটপ, এটিএম কার্ড, নগদ টাকা সহ ল্যাপটপ ব্যাগটি ফিরে পেয়ে “আমার গাডী নিরাপদ” নামক একটি ডাটাবেজ এবং আইস অব সিএমপি নামক সিসিটিভি কন্ট্রোলরুম তৈরি করার জন্য শিবনাথ দাশ প্রান্ত ও অভিভাবকগণ পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামকে ধন্যবাদ জানান। তিনি এবং পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তাও পুলিশ কমিশনার মহোদয়ের দক্ষতা ও মেধা দিয়ে তৈরী “আমার গাডী নিরাপদ” নামক ডাটাবেজ এবং “আইস অব সিএমপি” নামক সিসিটিভি কন্ট্রোলরুমের ভূয়সী প্রশংসা করেন। হারিয়ে যাওয়া পরিবারের অভিভাবক জানান এই ডাটাবেজের মাধ্যমে সাধারণ জনগণ তাদের হারিয়ে যাওয়া যেকোন জিনিসপত্র দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়া সম্ভব। তাই পুলিশ উদ্ভর্দ্দতন কর্মকর্তার কাছে আকুল আবেদন এ ধরনের ডাটাবেজ বাংলাদেশের সকল জেলায় চালু করা হলে এদেশের জনসাধারণ আরো উপকৃত হবেন।

0Shares

নিউজ খুজুন