আন্তর্জাতিক যোগ দিবসে শঙ্কর মঠে যোগ ব্যায়াম প্রদর্শন

আন্তর্জাতিক যোগ দিবস-২০২৫ উপলক্ষে সীতাকুণ্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের উদ্যোগে আজ ২১ জুন শনিবার সকালে শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গনে যোগ ব্যায়ামের আয়োজন করা হয়। মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ যোগ ব্যায়ামের শুভ উদ্বোধন করেন। সাধু-সন্ন্যাসী ও আনাথ আশ্রমের দেবশিশুবৃন্দ যোগ ব্যায়াম প্রদর্শন করেন। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের থিম ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ’।

যোগ ব্যায়ামের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সীতাকু- আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, প্রতি বছর ২১ জুন সারা বিশ্বে একযোগে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। স্বাস্থ্য ও সুস্থতার প্রচারে এই দিনটি বিশ্বজুড়ে বিশেষভাবে উদযাপিত হয়। যোগ ব্যায়াম হাজার হাজার বছরের পুরোনো একটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অনুশীলন, যা ভারত থেকে উদ্ভূত হয়েছে। এটি শরীর, মন ও আত্মাকে একসূত্রে বাঁধার মাধ্যমে সামঞ্জস্য বিধান করে। আধুনিক জীবনে মানসিক চাপ ও অস্থিরতা বেড়ে যাওয়ায় যোগ ব্যায়ামের গুরুত্ব আরও বাড়ছে। এটি কেবল শারীরিক নমনীয়তা ও শক্তি বাড়ায় না, বরং মানসিক শান্তি, একাগ্রতা এবং সামগ্রিক সুস্থতা অর্জনেও সহায়তা করে।

উল্লেখ্য যে, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৪ সালে ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে যোগের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানো হয় এবং মানুষকে যোগ অনুশীলনে উৎসাহিত করা হয়। বাংলাদেশেও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এই দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

0Shares

নিউজ খুজুন