আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কনফারেন্স উদ্বোধন

দৈনিক নিউজ চাটগাঁ ডেক্স : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর (আই আই ইউ সি) ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিস এর উদ্যোগে ২০ জানুয়ারী ২০২৩ “এনভিশনিংদ্য ফিউচারঃ টিচিং ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার” বিষয়ের উপর দুইদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কেন্দ্রীয় মিলনায়তনে ইন্টারন্যাশনাল কনফারেন্স শুরু হয়। ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সভ্যতার উন্নতির জন্য নতুন চিন্তার উন্মেষ  ঘটাতে হবে। এই উন্মেষ ঘটবে ভাষা ও সাহিত্য চর্চার মাধ্যমে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ভাষাও সাহিত্য চর্চা গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে।

আরো উপস্থিত ছিলেন আই আই ইউ সির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলাতার বক্তব্যে বলেন, শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে ভাষাও সাহিত্য চর্চা অত্যাবশ্যক। ইন্টারন্যাশনাল কনফারেন্সে সভাপতিত্ব করেন আই আই ইউসির ট্রেজারার ও ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড হিউম্যানিটিস এর ডীন প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভাষা শিক্ষা ও সাহিত্য চর্চার মাধ্যমে উন্নত জাতি গঠনের আলোকে আই আই ইউ সি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় আরও উপস্থিত ছিলেন আই আই ইউসির সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, আইকিউ এসির ডিরেক্টর প্রফেসরড. দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার  এএফএম আক্তারু জ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, শরীয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নাজমুল হক নদভী। পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আই আই ইউসির ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোঃ ছরওয়ার আলম ও এরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোঃ মাহমুদুল হাসান। অনু্ষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মো. মহিবউল্লাহ। উক্ত ইন্টার ন্যাশনাল কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক গবেষক তাদের গবেষণা পত্র উপস্থাপন করেন।।

0Shares

নিউজ খুজুন