চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী ও জুঁইদন্ডীতে অবৈধভাবে কৃষিজমি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ। আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার পরিচালিত অভিযানে বটতলীর পশ্চিম তুলাতলীতে অনুমতিবিহীন কৃষিজমির টপ সয়েল কর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোহাম্মদ বোরহানকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
জুঁইদন্ডীতে শংঙ্খ নদীর পাড়ে অভিযান পরিচালনার পূর্বে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
পাঠক সংখ্যাঃ ৩৯
0Shares