আনোয়ারার তিশরীতে বসতভিটা দখলের অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আনোয়ারা উপজেলার ৯নং পরকৈাড়া ইউনিয়নের তিশরী গ্রামের এক পরিবারের বসতভিটা দখলের অপচেষ্টার পাঁয়তারা করছে কুচক্রি মহল। গ্রামের বাড়িতে তাদের আশ্রয়নের শেষ সম্বল হিসেবে রক্ষিত ওয়ারিশ ও দানকবলা সূত্রে প্রাপ্ত জায়গাটি এখন যেন অন্যের বসতঘর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় জনসাধারণের থেকে প্রাপ্ত ভাষ্য মতে, মৌরশী ও দানকবলা সূত্রে সুনীল ঘোষ এবং তাপস ঘোঘ জায়গা প্রাপ্ত হয় কিন্তু তাদের নিকট আত্নীয় স্বজনের ইন্ধনে বিভিন্ন পন্থা অবলম্বন করে এবং ভুল বিএস খতিয়ান দেখিয়ে তাদের জায়গাটিতে বর্তমানে মহামান্য আদালতে বিচারধীন মামলা নং: এলএসটি-২৬৫২৯/২০২৪- চলমান থাকা শর্তেও সরকারী নির্দেশনা অমান্য করে তুষার দাশ ও রামকৃষ্ণ মজুমদার গং অবৈধ এবং জোড় পূবর্ক বসতবাড়ি নিমার্ণ কাজ চলমান রয়েছে।

তথ্য অনুসন্ধানে আরো তথ্য পাওয়া যায়, তুষার দাশ ও রামকৃষ্ণ মজুমদার একটি নকল দলিলপত্র তৈরি করে যা অসৎ উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব এবং তাদের ক্ষমতার দাপট খাটিয়ে এই বসতভিটা দখলের অপচেষ্টায় সামিল হয়েছে।

স্থানীয় জনসাধারণের থেকে জানা যায় যে, মৌরশী ও দানকবলা সূত্রে প্রাপ্ত সুনীল ঘোষের প্রাপ্ত জায়গাটি শীতলা মন্দিরের সীমানা পাশ্ববর্তী হওয়ায় সুনীল ঘোষ জায়গাটি মন্দিরের অনুকূূলে দান করবেন মর্মে  ইতিমধ্যে মন্দির কমিটিকে একটি চুক্তিপত্র দান করেন।

অত্র ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তিশরী গ্রামের এই জায়গা সংক্রান্ত বিষয়ে জানেন এবং এ বিষয়ে বিচার কার্য্য সম্পাদন এবং নির্মাণ কাজ না করার জন্য ২দিন সময় বেঁধে দিয়েছে।

কিন্তু বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, চেয়ারম্যান ২দিন সময় বেঁধে দেওয়ার পরেও তারাঁ স্থানীয় প্রশাসনের এই নির্দেশনা অমান্য করে তারা নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছে।

0Shares

নিউজ খুজুন