আজ পবিত্র ঈদুল ফিতর

ডেস্ক রিপোর্ট :  সিয়াম সাধনার পর বছর ঘুরে আসলো  পবিত্র ঈদুল ফিতর।  সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ ।

নাড়ির টানে ঘরে ফিরে মানুষ পরিবার পরিজন সাথে ঈদ আনন্দ করে নিচ্ছি ভাগাভাগি।

আজ সকাল থেকে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। কুশল বিনিময়, কোলাকুলি, স্বজনের কবর জিয়ারত, আত্মীয়-স্বজনদের বাড়ি বাড়ি ঘুরে দেখা সাক্ষাৎ করার মাধ্যমে চলছে ঈদের আনন্দ।

 ধর্মপ্রাণ মুসলমানরা গতকাল বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করছে।

সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার চেষ্টা চালান। ঈদ ধনী-গরিবের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক।

0Shares

নিউজ খুজুন