আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়

চলমান পরিস্থিতিতে টানা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল ৪ আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও তা হচ্ছে না। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ ৩ আগস্ট মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্কুল খোলার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা জরুরি। সেজন্য রোববার বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসা হয়েছে।’

0Shares

নিউজ খুজুন