আইনের শাসন নয়, চলছে আওয়ামী দুঃশাসন : এমরান সালেহ প্রিন্স

আইনের শাসন নয়, চলছে আওয়ামী দুঃশাসন উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সন্ত্রাসী, দূর্ণীতিবাজ, চাঁদাবাজদের জামিন হয়, দন্ডিতদের বিদেশে যেতে দেয়া হয় অথচ রাজনৈতিক প্রতিহিংসায় জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে সুচিকিৎসায় প্রতিবন্ধকতা সৃস্টি করা হয়। আওয়ামী লীগ সাত খুন করলেও মাপ, বিরোধী নেতাকর্মীরা কবরে বা প্রবাসে থাকলেও রক্ষা নাই। আওয়ামী লীগ ক্ষমতার টিকে থাকার স্বার্থে রাষ্ট্রের সকল স্তম্ভকে তছনছ করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। শেখ হাসিনা সরকারের অধীনে অতীতে কোনও নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয় নাই, ভবিষ্যতেও হবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা নির্বাচন নিয়ে যতই আশ্বাস দিক না কেনো, তাদেরকে কেউ আর বিশ্বাস করে না। তারা বার বার জনগণকে প্রতারিত করেছে, নির্বাচনের নামে প্রহসন করেছে। আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন, প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর অবৈধ হস্তক্ষেপ ও অপব্যবহার করে তারা কি ভাবে নির্বাচনকে নিয়ন্ত্রণ করে প্রহসন করেছে জনগণ তা নিজের চোখে দেখেছে।
এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ যদি নিজেদের অধীনে নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র থেকে সরে না আসে তাহলে তাদেরকে কঠিন গণঅভ্যূত্থানের মুখোমুখি হতে হবে। তিনি নেতাকর্মীদের পাড়া, মহল্লায়, গ্রাম, শহরে আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন বলেন, বিএনপি দর-কষাকষি নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় কথা বলছে। আওয়ামী নেতারা বলছেন অন্যান্য দেশের মত নির্বাচন হবে।

0Shares

নিউজ খুজুন