আইনজীবী সমিতির ৩৫ জন বিজ্ঞ সদস্যর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত

কোর্ট প্রতিবেদক : আজ ১১ জুলাই চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে চট্টগ্রামে কর্মরত সকল বিজ্ঞ বিচারক ও বিজ্ঞ আইনজীবীদের উপস্থিতিতে ফুলকোর্ট রেভারেন্স জেলা ও দায়রা জজ মো. গোলাম রব্বানী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ ড. বেগম জেবুনেছা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ, চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ, অতিরিক্ত মহানগর দায়রা জজগণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দসহ অন্যান্য বিচারকবৃন্দ। সভায় বিজ্ঞ সদস্যদের জীবন বুত্তান্ত পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, পাঠাগার সম্পাদক মো. আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিত ঘোষ, নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী, আয়শা আকতার সানজি এবং সমিতির সাবেক সভাপতি ও সাধারণসম্পাদকবৃন্দসহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী। ফুলকোর্ট রেভারেন্স শেষে সমিতির ৩নং মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সঞ্চালনায় ছিলেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম কামাল। সভায় মরহুম বিজ্ঞ সদস্যদের কর্মময় জীবন স¤পর্কে বক্তব্য রাখেন সমিতির সাবেক সহসভাপতি রফিকুল আলম, সাবেক সহসাধারণ সম্পাদক মঈন উদ্দিন, মুহাম্মদ কবির হোসাইন, সাবেক ফখরউদ্দিন জাবেদ, আবু তৈয়ব ইব্রাহীম কিরণ, তৌহিদুল আলম, মাহতাব উদ্দিন চৌধুরী, মো. ইদ্রিস, শফিউল আজম বাবর, মো. হাসান, মিলন কান্তি দত্ত, ইফতেখার উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সমিতির ৩৫ জন বিজ্ঞ সদস্যেরে মৃত্যুতে আমরা আজ গভীরভাবে শোকাহত। যারা আমাদের সাথে আইন পেশায় নিয়োজিত ছিলেন যাঁরা বেঁচে থাকতে সমাজ ও দেশের সেবায় স্ব স্ব ক্ষেত্রে অবদান রেখে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের গৌরবময় অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিচার বিভাগকে সমুন্নত করার কাজে আইনজীবীরা ওতপ্রোতভাবে জড়িত। আজকে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা আমাদের অত্যন্ত আপনজন ছিলেন। তাঁদের পদচারণায় চট্টগ্রামের আদালত অঙ্গন একদিন মুখরিত ছিল। যে সকল বিজ্ঞ আইনজীবী আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকল কর্মকান্ড অনুসরন ও অনুকরন করতে হবে। এছাড়া সভায় বিজ্ঞ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও সদগতি কামনা করে এক মিনিট নিরবতা পালন, দোয়া, মোনাজাত ও প্রার্থনা করা হয়। ফুলকোর্ট রেভারেন্সে কোরআন তেলাওয়াত করেন সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, গীতা পাঠ করেন সমিতির সদস্য সুমন কান্তি সুশীল, ত্রিপিটক পাঠ করেন সমিতির সদস্য দেবাশীষ বড়–য়া, মোনাজাত পরিচালনায় ছিলেন সমিতির সদস্য আবু বকর সিদ্দিক । রেভারেন্স শেষে চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।

0Shares

নিউজ খুজুন