আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এরফিমেল একাডেমিক জোন এ ২২ মার্চ ১০ দিনব্যাপী Game Fiesta 2023 এর Grand Finale & Prize Giving Ceremony অনুষ্ঠিত। আইআইইউসির ফিমেল একাডেমিক জোনের উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী Game Fiesta 2023 এর Grand Finale & Prize Giving Ceremony তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। আদর্শ জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সৃষ্টিশীল কাজ শেখার প্রয়োজনীয়তা আবশ্যক। আমিআইআইইউসির ফিমেল একাডেমিক জোনে এধরনের সুন্দর আয়োজনের জন্য ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান ও Game Fiesta 2023 এর আয়োজকদের সাধুবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আমরা আরও বড় পরিসরে দেখতে চাই।
Game Fiesta 2023 এর Grand Finale & Prize Giving Ceremony তে চেয়ার অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামএর বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফিমেল একাডেমিক জোনের কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী।