অর্থনৈতিক উন্নয়নে ঘুচে যাচ্ছে গ্রাম শহর

নিউজ চাটগাঁ ডেক্স: চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথার হোসেন বিল্ডিংয়ে উদ্বোধন করা হল ওয়েল ফুড এর আরো একটি শো রুম। সুসজ্জিত শো রুমটি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ এর প্রথম সহ সভাপতি, ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বলেন, কেক, পেস্ট্রি, মিষ্টি ও বেকারীজাত খাবারে বৈচিত্রময় স্বাদ ও সুউচ্চমানের কারণে ওয়েল ফুডের চাহিদা বেড়েছে দেশের সকল শ্রেণীসহ বিশ্বের নানা দেশে। দেশের অর্থনৈতিক অগ্রগতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা, জীবনযাত্রার মান ও রুচিতে এসে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। ক্রমে ঘুছে যাচ্ছে সামাজিক বৈষম্য, শহর গ্রাম পার্থক্য। গ্রামের সম্ভ্রান্ত পরিবারগুলোতে এখন অতিথি আপ্যায়নে চান বিশ্বমানের নাস্তা পরিবেশন করতে। কাপ্তাই রাস্তার মাথায় খোলা ওয়েল ফুড এর শো রুমটি গ্রাম ও শহরের চাহিদা একসাথে মিটাতে সক্ষম হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন, আশিকুর উল্লাহ, শহীদুল ইসলামসহ স্থানীয় ব্যাবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

0Shares

নিউজ খুজুন