অপর্ণাচরণ সি/ক উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ  অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। অপর্ণাচরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, পরিচালনা পর্ষদের সদস্য সাবেক কাউন্সিলর আবদুল মালেক ও ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত।

সহকারী শিক্ষক বিজয় লক্ষ্মী ও সঙ্গীতা ব্যানার্জীর সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক সাহিদা আক্তার, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম হাক্কানী, নিজাম উদ্দিন আনোয়ারি।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সপ্তর্ষী দে সম্প্রতি চুয়েট ভর্তি পরীক্ষায় স্থাপত্য প্রকৌশলে প্রথম স্থান অধিকার করায় সম্মাননা প্রদান করা হয়। এবং মডেল টেস্টে সর্বোচ্চ নম্বরধারী ১২জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সাফিয়া। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সুস্মিতা চৌধুরী, ঋন্ধি তালুকদার, নাজিফা।

প্রধান অতিথির বক্তব্যে  চসিক প্রধান নির্বাহী শেখ তৌহিদুল ইসলাম বলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজটি চট্টগ্রামে নারী শিক্ষা, সংস্কৃতির বিকাশ ও মেধাবী সৃষ্টির এক অনন্য প্রতিষ্ঠান। এখান থেকে লেখাপড়া ও ভালো ফলাফল করে দেশ-বিদেশে হাজারো শিক্ষার্থী বিভিন্ন সেক্টরে ব্যাপক অবদান রাখছে। যা ২০২৫ সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য বড় অনুপ্রেরণার। তিনি বলেন, ভালো ফলাফল করার প্রতিযোগিতা সবার থাকে, কিন্তু ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা নেই। এখন ভালো মানুষের বড়ই অভাব। তোমাদের অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে। মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে বৈশ্বিক নেতৃত্ব দেয়ার মত যোগ্যতা অর্জন করতে হবে।

0Shares

নিউজ খুজুন