নিজস্ব প্রতিবেদক : নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আই ইউ এ চৌধুরী কমান্ডার(এস),বিএন চসিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার।।
আরো উপস্থিত ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, পরিচালনা পর্ষদের সদস্য সাবেক কাউন্সিলর আবদুল মালেক ও ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, সহকারী প্রধান শিক্ষক গোলাম হাক্কানী, সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন আনোয়ারি সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্টরা।
সহকারী শিক্ষক বিজয় লক্ষ্মী চক্রবর্ত্তীর সঞ্চালনায় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে বিভিন্ন বাঙালী ঐতিহ্য, বাহারি রং এর সাজে নববর্ষ ১৪৩২ এর আনন্দ শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয় নিউ মার্কেট মোড় অতিক্রম করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।