অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বই উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ১লা জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ বছরের নতুন বই বিতরণ কার্যক্রম হয়। উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জারেকা বেগম।

অত্র বিদ্যালয়ের শিক্ষক লিটন দাশ এর সঞ্চালনায় বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র শিক্ষক শিবু দাশ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী।
এবার অত্র বিদ্যালয়ের চতুর্থ থেকে নবমী শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উৎসাহিত এবং আনন্দিত হয়।

0Shares

নিউজ খুজুন